সহজ কথায় জীবনে সুস্থ থাকার মন্ত্র তুলে ধরেছেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা বই, ‘ভাল থাকার প্রেসক্রিপশন’ প্রকাশিত হল বৃহস্পতিবার। বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন, জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা এবং হাসপাতালের ডিরেক্টর সুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।