ভালবাসি ভালবাসি
সমীরন দাস
মনে কর আক্ষরিকতায় –
শব্দ গুলো কলমের ডগায় যতনে সাজিয়ে ,
কবিতা কলমে পাতায় পাতায় ভরে
অসংখ্য অজস্রবার লিখেছি ভালবাসি , ভালবাসি।
বিকেলের অবসর নিরবতায়-
কখন ইমন সন্ধ্যার মৌন মুখরতায়
অথবা জোৎস্না রাতের পেলব কোমলতায় ,
উম্মুক্ত আকাশে মানসীর ছবি এঁকে বলেছি ভালবাসি ভালবাসি।
তপ্ত গ্রীষ্মে তৃষ্ণার্ত ঠোঁটের আকুলতায়,
কখন ও সঘন বারিষণে অনন্ত জলধারায়
অথবা শীতের চাদরে যুগল উষ্ণ আহ্বানে!
আমার চারপাশে জুড়ে সঙ্গোপনে অনুভবে ভালবাসি ভালবাসি।
তারপর অনুপমা ভালবেসে বাঁধে ঘর,
ভালোবেসে আগুনে পুড়ে যায় দেহ তনু
জোয়ার-ভাঁটা, বান- বরিষণ সংসারে,
তবুও নীরব সঙ্গোপনে সব পূর্ণতার শেষে ও
হৃদয় জীবনের টানে গানে-গানে বলে ভালবাসি ভালবাসি ।