ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলন

গোপাল দেবনাথ
  দুই বাংলার যৌথ প্রচেষ্টায়  কবিতা সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়।তবে  সাংস্কৃতিক মেল বন্ধন দুই দেশের মধ্যে শান্তি সম্প্রীতি রক্ষায় মৈত্রী সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এপার বাংলায় গত ১৮ই এপ্রিল কলকাতার  শিয়ালদহ কৃষ্ণপদঘোষ মেমোরিয়াল হলে আনন্দ মূখর সাহিত্য পত্রিকা ও পরিষদ আয়োজিত এক মনোজ্ঞ কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। ভারত ও বাংলাদেশ মৈত্রী সম্মেলন ২০২২ । এই অনুষ্ঠান মঞ্চে বেলুড় মঠের মহারাজ এবং বাংলাদেশ থেকে আমন্ত্রিত বিশিষ্ঠ ব্যাক্তিত্ব গুণীজন কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। আগত অসংখ্য কবি সাহিত্যিক সাংবাদিক ও শিল্পীদের কবিতা পাঠ গান ও আলোচনা অনুষ্ঠানের পরিবেশ কে সুন্দর করে তোলে । অতিথি বরণ ও তাদের প্রত্যেকের মূল্যবান বক্তব্য ভারত বাংলাদেশ এর মৈত্রী সম্পর্ক আরও সুমধুর করে তোলে। আগত কবি শিল্পীদের অনেকের হাতে সম্মান তুলে দেন পরিষদের সম্পাদক সুপর্ণা রায়।ওইদিন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন শিশু সাহিত্যিক এবং  বাউল শিল্পী স্বপন দত্ত। তিনি গীতিকার তার নিজের লেখা কাব্য গীতি , ও সুরে বাউল গানে অনুষ্ঠান টিকে আরও আনন্দ মূখর করে তোলেন। এপার বাংলায় ও ওপার বাংলায় দুই বাংলার প্রিয় লাউ, সেই লাউ নিয়ে গানে গানে সকলের মনে আনন্দ দিয়ে গানে বলছেন ।’ আমার খড়ের চালে ঘরের মাচায়, কচি কচি লাউ ধরেছে। ঢলা ঢলা লাউ দেখে, লাউয়ের পিছে বৈরাগী লেগেছে’। আবার গানে বলছেন । লাউয়ের একতারা তে সুরের ছটা লাউটা বড়ো সোহাগী হয়েছে।। দর্শকের করতালি মূখর কলকাতায় কৃষ্ণপদঘোষ  মেমোরিয়াল হলে আনন্দ মূখর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ঠ কবি ও বাউল শিল্পী স্বপন দত্তকে বেলুড় মঠের মহারাজ এবং বাংলাদেশের আগত কবি সাহিত্যিক অতিথিবৃন্দরা একসাথে মিলিত হয়ে মৈত্রী সম্মান পদক ও সম্মান পত্র তুলে দেন বাউল শিল্পীর হাতে । এই পুরস্কার পেয়ে স্বপন বাউল বলেন -‘ বাংলাদেশে আমি বেশ কয়েক বারই অনুষ্ঠানে গিয়ে শান্তি সম্প্রীতির বার্তা বাউল গানে দিয়ে বাংলাদেশ হাই কমিশন ঢাকা থেকে সম্মান ও পুরস্কার পেয়েছি ।এদিন তিলোকতমা কলকাতাতেই  এপার বাংলায় ভারত বাংলাদেশের যৌথ উদ্দোগে আমি মৈত্রী সম্মান পেলাম বাংলাদেশের অতিথি বৃন্দ ও বেলুড় মঠের মহারাজের  হাত থেকে এ আমার পরম সৌভাগ্য এর জন্য আমি খুবই খুশী। ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এবং মৈত্রীর বন্ধনে বাঁধা থাকে যেন সবসময়   সম্পর্ক এই কামনা করি’।

Leave a Reply