ভারত জোড়ো যাত্রা বিষয়ক কর্মশালা,জাতীয় কংগ্রেসের,দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম জেলা কংগ্রেসের সোস্যাল মিডিয়া সেলের উদ্দ্যোগে ভারত জোড়ো যাত্রা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার দুবরাজপুরে। উল্লেখ্য ভারত জোড়ো যাত্রার দলীয় রুট ম্যাপ বীরভূম জেলার উপর দিয়ে না থাকায় জেলা থেকে জাতীয় কংগ্রেসের কর্মীরা আগামী ১৫ ই জানুয়ারি মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।সেখানে ভারত জোড়ো যাত্রার প্রতিনিধিদের স্বাগত জানানোর দায়িত্বে থাকবেন মুর্শিদাবাদ জেলা পরিষদের জাতীয় কংগ্রেসের একমাত্র সদস্য তথা রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল বলে দলীয় সূত্রে জানা যায়।দুবরাজপুরে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ সোস্যাল মিডিয়া সেলের রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জী, বীরভূম জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি মৃণাল কান্তি বসু,রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল ,যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল বসাক , সোস্যাল মিডিয়া সেলের রাজ্য সম্পাদক আব্দুল নৈইম ও জেলার দায়িত্ব প্রাপ্ত সোস্যাল মিডিয়া সেলের দলীয় চেয়ারম্যান প্রসেনজিৎ সেন। এছাড়াও দুবরাজপুর ব্লক ও শহর কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।উক্ত সভায় তৃনমূল কংগ্রেস ছেড়ে দুবরাজপুর ও খয়রাসোল ব্লক এলাকার বেশ কিছু কর্মীবৃন্দ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন বলে দলীয় নেতৃত্বের দাবি।এদিন তৃনমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক ব্যানার্জী ও মৃনাল কান্তি বসু ।

Leave a Reply