ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন মাদ্রাসা প্রাঙ্গণে

সেখ সামসুদ্দিন, ২৬ জানুয়ারিঃ বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ ও বাগ্মী জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা রহ. প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল আটটায় জাতীয় পতাকা উন্মোচন করা হয়। পতাকা উন্মোচন করেন মেমারি জামিয়ার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান জনাব মুফতি তালেবুল্লাহ্ কাসেমী ।
এ দিন উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে জামিয়ার সম্পাদক জনাব মাওলানা কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, দেশের আদর্শ নাগরিক হিসেবে তোমাদেরকে দেহ মনে সর্বদা প্রস্তুত থাকতে হবে দেশ রক্ষার জন্য; যেমন আমাদের পূর্বসূরী আলেম-উলামারা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন।
প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্ররা বিষয়ভিত্তিক বক্তব্য, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, ক্যুইজ ইত্যাদিতে অংশগ্রহণ করে।

Leave a Reply