ভারতের সংবিধান দিবস পালন,জামথলিয়া নিন্ম বুনিয়াদী বিদ্যালয়ে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি র সেক্রেটারি এবং বিচারক এর নির্দেশ অনুসারে শনিবার ভারতের সংবিধান দিবস পালন করা হয় দুবরাজপুর ব্লকের জামথলিয়া নিন্ম বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় পড়ুয়াদের নিয়ে। প্রথমেই আইনিভাবে সরকারি কিকি পরিষেবা আছে, কারা এসমস্ত সুযোগ সুবিধা পেতে পারে সে বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । এরপর ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রা সংগঠিত হয়। এছাড়াও বিদ্যালয়ের কিছু পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা করানো হয়। এক্ষেত্রে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ডিএল এস এ এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক ও রিমী মন্ডল। এছাড়াও ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহির রহমান সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন।

Leave a Reply