আমিরুল ইসলাম,
; সদ্য ভারতের এ দলের হয়ে খেলা ভাতারের মহিলা ক্রিকেটার কে সম্বর্ধনা প্রদান করা হলো ।পূর্ব বর্ধমান জেলার ভাতারের গর্ব মহিলা ক্রিকেটার শ্রীলেখা রায়। তার বাড়ি ভাতারের বড়বেলুন গ্রামে। সে খুবই দরিদ্র পরিবারের মহিলা। খুব ছোট্ট বয়সে এসে বাবাকে হারিয়েছে। তার মা পরিচালিকার কাজ করে তাকে ক্রিকেটের কোচিং করিয়েছে।তবে সে ক্রিকেটের হাতে খড়ি যে ক্লাবের উদ্যোগে হয়েছিল সেই ক্লাবের নাম ভাতার অগ্রগামী সংঘ।ভাতার অগ্রগামী সঙ্গে রয়েছে ক্রিকেট একাডেমি আর সেই ক্রিকেট একাডেমিতে কোচিং করেছিল।তারপর জেলা ,জেলা থেকে রাজ্য, বর্তমানে ভারতের এ টিমের হয়ে খেলছে। তাই তাকে বুধবার বিশেষ সম্বর্ধনা জানানো হলো ভাতার অগ্রগামী সংঘের পক্ষ থেকে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ,বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা।শ্রীলেখা রায় জানান -‘ গ্রামবাংলা থেকেও মহিলারা যদি ভালো কোচিং পায় তাহলে ক্রিকেট খেলার সুযোগ পাবে’।ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান, -‘যে শ্রীলেখার কোন অসুবিধা হলে সে সব সময় তার পাশে থাকবে’।