ভাবনা

মারুফ খাঁন

জীবনে ভাবনা
অনেক অনেক হতে পারে আনন্দ কিংবা ভীষণ যন্ত্রণা
আমার মা ছাড়া কেউ বোঝে না।

জীবনের সুখবর,
কখনো দিয়ে যায় পাখিরা কিচিরমিচির কলতানে
বোঝার সময় তো নাই।

জীবনে
আজ যেমন আছি,কাল থাকবো ঠিক তেমন তো নয়
প্রেমিক বোঝে তেমন কিছু কথা!

জীবনে
তোমার আমার সেই সুসম্পর্ক কজন বোঝে,
হাড়হিম করা বিছানার সেই রাত্রি বোঝে
গল্পে গল্পে কিছু কথা আছে বেরিয়ে,
আনন্দের অশ্রু ধারা।

Leave a Reply