ভাতার ব্লক অফিসে
বাংলা সিরিয়ালের অভিনেতা সৌভিক চক্রবর্তীর উপস্থিতিতে পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ‘ নামে একটি সংস্থা,

পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ‘ নামে একটি সংস্থা। ভাতার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এনিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভাতার বাজার ও বলগোনা বাজারে পদযাত্রা করা হয়। অনুষ্ঠানে এবং পদযাত্রায় অংশ নেন বাংলা সিরিয়ালের অভিনেতা সৌভিক চক্রবর্তী। ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বনআধিকারিক সোমনাথ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ধিমান রায়, বিশিষ্ট শিক্ষক স্বপনকান্তি চৌধুরী এবং পার্থ সরকার সহ বিশিষ্টজনরা। এদিন পদযাত্রা চলাকালীন পথচারীদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
এই কর্মসূচির নাম দেয়া হয় মিশন ভাতার লক্ষ্য ভাতার ব্লকের বিভিন্ন এলাকায় কয়েক লক্ষ গাছ লাগানো।
পথ চলতি মানুষের হাতে বেশ কয়েক হাজার বৃক্ষ তুলে দেয়া হয়।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply