আমিরুল ইসলাম,
ভাতার থানার উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো নানান কর্মসূচির মাধ্যমে।

প ভাতার থানার উদ্যোগে আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো নানান কর্মসূচির মাধ্যমে। প্রথমে থানা চত্বরে একটি প্রবন্ধ লেখার প্রতিযোগিতা হয় ।সেখানে প্রায় 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। প্রথম , দ্বিতীয় ,তৃতীয় অধিকারী কে পুরস্কৃত করা হয় ভাতাড় থানার পক্ষ থেকে ।এরপর বিশ্ব উষ্ণায়ন কমাতে থানা চত্বরে লাগানো হয় শতাধিক গাছ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডি,এস,পি ক্রাইম সাতসতী শ্বেতা সামন্ত, ভাতার ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply