আমিরুল ইসলাম,


চোলাই মদের বিরুদ্ধে বড়োসড়ো সফলতা পেল ভাতার থানার পুলিশ 65 লিটার মদ সহ গ্রেপ্তার 5

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের বড়োসড়ো সফলতা । 65 লিটার মদসহ গ্রেফতার হলো পাঁচ ব্যক্তি। আগামীতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ভাতার থানার পুলিশ আধিকারিক সৈকত মন্ডল।

গতকাল রাত্রে ভাতারের বামশোর গ্রামে অভিযান চালিয়ে ৩ ব্যক্তি কে গ্রেফতার করা হয় ।তাদের নাম সুকান্ত রায় ,আনন্দ রায়, তরুণ মাঝি ও গ্রামডিহি গ্রাম থেকে গ্রেপ্তার হয় দুই ব্যক্তি, তাদের নাম অনিল মাঝি, কাজল মাঝে, এদের কাছ থেকে মোট ৬৫ লিটার মদ উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ। ভাতার থানা পুলিশের উদ্যোগে খুশি হয়েছেন স্থানীয়রা।

Leave a Reply