আমিরুল ইসলাম,
ভাতারের ঝাড়ুল গ্রামে হব শ্বশুরবাড়িতে উদ্ধার হলো এক তরুনীর ঝুলন্ত মৃতদেহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

এক তরুনীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভাতারের মাহাতা অঞ্চলের ঝাড়ুল গ্রামে। মৃতের নাম তাজমিরা খাতুন,বয়স কুড়ি বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝারুল গ্রামেই অন্য পাড়ায় এক আত্মীয়ের সাথে বেশ কয়েক মাস ধরে তার বিয়ের সম্বন্ধ চলছিল। ওই আত্মীয়ের বাড়িতে নিয়মিত যাতায়াতও ছিল ওই তরুনীর। কিছুদিন হলো বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয়। আজ ওই আত্মীয়ের বাড়িতেই একটি ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে ভাতার স্টেটস জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই তরুনীর বাবার দাবি, তাকে পরিকল্পনা করে মেরে ফেলেছে আত্মীয়রা। তার মেয়ে আত্মহত্যা করেনি। আমি ভাতার থানায় লিখিত অভিযোগ জানাবো।

পুলিশ জানায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি । আজ ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে ভাতারের ঝাড়ুল গ্রামে।

Leave a Reply