আমিরুল ইসলাম,
বুধবার পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লক তৃনমূল কংগ্রেসের সামাজিক মাধ্যমে এর উদ্ধোধন ও সংবিধান প্রদান বিধায়কের উপস্থিতিতে।

ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী হাত দিয়ে “সবুজ সেনার” আত্মপ্রকাশ হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী, বাসুদেব যশ ,সুমন্ত ব্যানার্জি সান্তনু কোঙার সহ ব্লক নেতৃবৃন্দ ও সামাজিক মাধ্যমের কর্মীবৃন্দ। এদিন বিধায়ক সবুজ সেনাবাহিনীর সদস্যদের পূস্পস্তবক,উত্তরীয়,ব্যচ দিয়ে সংবর্ধীত করেন। আগামী দিনে এই কর্মীরা ভাতার ব্লকে তৃনমূল দলের কর্মকাণ্ড গুলি প্রচার করবেন।

তবে বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে এটি দলের কোনো ঘোষিত কর্মসূচি নয়। ব্লকের বিভিন্ন দলীয় কার্যকলাপ প্রচার যাতে ভালো হয় সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply