আমিরুল ইসলাম,
ভাতারের কুলচন্ডা গ্রামে লক্ষীনারায়ন একসাথে পূজিত হচ্ছে ৬৯ বছর ধরে।
ভাতারের কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারে লক্ষীনারায়ন পূজিত হয়ে আসছে 69 বছর ধরে।
পরিবার সূত্রে জানা যায় কোঁয়ার পরিবারের বড় সন্তান কঠিন রোগে আক্রান্ত হন। এরপর কোঁয়ার পরিবারের বউ গায়ত্রী দেবী স্বপ্ন আদেশ পান যে, বাড়িতে লক্ষীনারায়ন একসাথে পুজো করলে তার সন্তান ভালো হয়ে যাবে। সেই বছর থেকে লক্ষ্মীনারায়ণের পুজো করতেই তার সন্তান সুস্থ হয়ে যায়। তারপর থেকেই ভাতারে কোঁয়ার পরিবারে হয়ে আসছে লক্ষ্মীনারায়ণের পুজো। পারিবারিক পুজো হলেও বর্তমানে তা সর্বজনীন রূপ নিয়েছে। আজ গ্রামের সাধারণ মানুষকে অন্নকূট এর ব্যবস্থা করে আমার পরিবার।
সবমিলিয়ে লক্ষীনারায়ন পূজাকে ঘিরে উন্মাদনায় রয়েছে কোঁয়ার পরিবারের সদস্যরা।