সবুজ উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ ভাতার মাইন্ড মন্ত্রা অ্যাবাকাসের উদ্যোগে।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই কর্মসূচি পালিত হয়
পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রয়েছে মাইন্ড মন্ত্রা অ্যাবাকাসের স্কুল।
সারা বছর এই স্কুলের উদ্যোগে ছেলে মেয়েদের সুশিক্ষা দিতে নানান শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়।
আজ প্রজাতন্ত্র দিবস আর সেই দিনটিকে সামনে রেখে এক মহতি কর্মসূচি করলো এই স্কুল।
ভাতার হাই স্কুলের মাঠে তারা শতাধিক গাছ রোপন করলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে।
পাশাপাশি শতাধিক মানুষকে চারা গাছ বিতরণ করা হয়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের দিনটিকে সামনে রেখে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।










