ভাতার একাদশ এ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী বর্ধমান লোকো কোচিং সেন্টার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার

দীর্ঘ ২৫ বছর ধরে ভাতার একাদশ এ্যাথলেটিক্স ক্লাব নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেছিল ভাতার জুনিয়র কোচিং সেন্টার ও বর্ধমান লোকো কোচিং সেন্টার।

খেলায় জয়ী হয় বর্ধমান লোকো কোচিং সেন্টার, তারা জয়লাভ করে ২-০ গোলে।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ সেখ সাহিন (বর্ধমান লোকো কোচিং সেন্টার)
প্রতিযোগিতায় সেরা গোলকিপার – সেখ ওসমান (বর্ধমান লোকো কোচিং সেন্টার)
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় – প্রেম টুডু (ভাতাড় জুনিয়র ফুটবল কোচিং সেন্টার)

এই খেলা দেখতে বিভিন্ন ব্লক থেকে কয়েক হাজার মানুষ আসে খেলার মাঠে।

প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো।

খেলার মাঠ থেকে ক্লাব সেক্রেটারি বার্তা দেন,
যুবক সম্প্রদায় যেন মোবাইল ছেড়ে মাঠে আসে।

পাশাপাশি সদ্য মহিলা ক্রিকেটে বিশ্বকাপ জয়ী সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply