ধান কেনার সরকারি টোকেন নিয়ে অভিযোগ ভাতারে, পথ অবরোধ 

আমিরুল ইসলাম,

;
সহায়ক মূল্যের ধানের টোকেন না পাওয়ায় বর্ধমান কাটোয়া রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখালো ভাতারের কয়েকশো  কৃষক ।গত শুক্রবার  থেকে ভাতার কিষান মান্ডিতে সহায়ক মূল্যের ধান ক্রয় করার জন্য নাম নথিভুক্ত  চলছে।আর এই নাম নথিভুক্তকরণ কে কেন্দ্র করে গত শুক্রবার  থেকেই অশান্তি চলছে ভাতার কৃষক বাজারে।শনিবার  ভাতারের মাহাচান্দা অঞ্চলের কৃষকদের নাম নথিভুক্তকরণের দিন ছিল। অভিযোগ,  অনেক  চাষী টোকেন পাচ্ছে না । তাই ভাতার ব্লক অফিসের সামনে বর্ধমান কাটোয়া রাস্তার উপর পথ অবরোধ করে ভাতার মাহাচান্দা এলাকার কয়েকশো  কৃষক। পরে  স্থানীয় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে এই অবরোধ উঠে। তবে চাষিরা জানিয়েছে -‘তাদের সমস্যার সমাধান না হলে আগামীতে তারা বৃহৎ আন্দোলন করবে

Leave a Reply