আমিরুল ইসলাম,

ভাতারের বিজিপুর গ্রামে নবনির্মিত ধর্মরাজ মন্দির এর শুভ উদ্বোধন হল।

প্রায় 200 বছর ধরে গ্রামের সবথেকে বড় পূজা ধর্মরাজ পূজা হয়ে আসছে মহা ধুমধামে।
কিন্তু পুরাতন মন্দির টি সম্পূর্ণভাবে ভেঙ্গে গিয়েছিল। তাই এলাকার মানুষজনদের সহযোগিতায় সেই মন্দির টিকে নতুনভাবে নির্মাণ করে গ্রামের মানুষজন। আজ সেই মন্দিরের শুভ উদ্বোধন হল। আর এই মন্দিরের শুভ উদ্বোধন করেন ভাতারের বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি ।
এই মন্দির নতুনভাবে হাওয়ায় খুশি গ্রামের মহিলা থেকে শুরু করে সমস্ত মানুষজন।
উল্লেখ্য গ্রামের সবথেকে বড় পূজা হলো এই ধর্মরাজ পূজা। আর আজ এই ধর্মরাজ মন্দিরের উদ্বোধন কে কেন্দ্র করে একটি অন্নকূট এর ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ ।
পাশাপাশি মন্দিরের পূজা পাঠের পর প্রসাদ বিতরন ব্যবস্থা ছিল।

Leave a Reply