Spread the love

আমিরুল ইসলাম,

  ;মঙ্গলবার দুপুরে বর্ধমান জেলা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হলো বাংলাদেশী সন্দেহে ধৃত এক ব্যক্তি কে।স্থানীয় সুত্রে  জানা গেছে,ধৃত যুবক নিজেকে অজিত বিশ্বাস বিশ্বাস নামে পরিচয় দিয়েছেন । সেই সঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ জেলার সাহিলকোপা এলাকায় বাড়ি বলে পুলিশ কে জানিয়েছে ওই যুবক ।গত সোমবার রাতে ভাতার পুলিশের গ্রেফতারের পর মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ ।পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে স্থানীয় এওড়া গ্রামের কাছে ঘোরাঘুরি করছিলেন বছর ত্রিশের ওই যুবক ।এলাকাবাসীদের  সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে থাকে  । তখন ওই যুবক স্বীকার করে সে আসলে বাংলাদেশী । সাড়ে ৮ হাজার টাকার বিনিময়ে দালাল মারফত সে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছে । এরপর কোনওভাবে সে ভাতার থানা এলাকায় চলে আসে । পুলিশ জানিয়েছে,ওই যুবকের নাম ঠিকানা সঠিক কিনা যাচাই করে দেখা হচ্ছে  । সেই সঙ্গে কি উদ্দেশ্যে ওই যুবক এদেশে ঢুকেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।তবে ভাতার এলাকায় বাংলাদেশী গ্রেপ্তারিতে চাঞ্চল্য রয়েছে এলাকাজুড়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *