আমিরুল ইসলাম,
ভাতারের কাপশোড় গ্রামে ভাগচাষীর লঙ্কাগাছ কেটে দেয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, লিখিত অভিযোগ থানায়।
পূর্ব বর্ধমান জেলার বামুনারা অঞ্চলের কাপশোড় গ্রামে দুই ভাগ চাচির অন্যের জমি ভাগে নিয়ে লঙ্কা চাষ করেছিল।
4 মাস আগে কাপশোড় গ্রামের কদমতলা পুকুরের পাড়ে ৮ কাঠা জমিতে লঙ্কা চাষ করেছিল ভাগচাষী আব্বাস আলী শেখ মুনারুল ইসলাম।
সন্তানের মত লালন পালন করেছিল লঙ্কা গাছ গুলির
কিন্তু আজ সকালে যখন লঙ্কা জমিতে যান তখন আব্বাস আলী শেখ দেখতে পান রাতের অন্ধকারে কোন দুষ্কৃতী এসে লঙ্কার জমির সমস্ত গাছ কেটে নষ্ট করে দিয়েছেন।
এরপর ওই ভাগ চাষীদের মাথায় হাত পড়ে যায় তৎক্ষণাৎ তারা গ্রাম পঞ্চায়েত কে বিষয়টি জানায় এরপর ভাষায় লিখিত অভিযোগ করেন ওই দুই ভাগ চাষি। মিলিয়ে এই ঘটনায় কাপশোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে খবর লিখিত অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা এই কাজে যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে ।