আমিরুল ইসলাম,
ভাতারের সিকত্তর গ্রামে অসিত- কমলা ট্রাস্টের উদ্যোগে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

বর্ধমানের এক বিশিষ্ট সমাজসেবী উৎপল রায় তিনি 2010 সালে চাকরি থেকে অবসর নেয়ার পর একটি বেসরকারি ট্রাস্ট খুলেন। নাম অসিত কমলা ট্রাস্ট।

“অসিত কমলা ট্রাষ্ট” নামে এক সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভাতারের শকড়া গ্রামে মঙ্গলবার বিনাখরচে স্বাস্থ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিশিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে এলাকায় শতাধিক মানুষ বিনামূল্যে এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলাম সহ বিশিষ্টজনেরা।উপপ্রধান এই উদ্যোগের প্রশংসা করেছেন।
সংস্থার কর্ণধার প্রাক্তন কলেজ শিক্ষক উৎপল রায় জানান, শকরা গ্রামের হাটপুকুর পাড় এলাকায় একটি অনাথ আশ্রম ও একটি স্কুল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।নির্মাণকাজ চলছে। এই প্রতিষ্ঠান থেকে স্থানীয় মানুষজন বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।

Leave a Reply