ভাতারের ওসির নেতৃত্বে ফেন্সিডিল সিরাপ আটক

সেখ রাজু,

ভাতার থানার নব্য ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পঙ্কজ নস্করের নেতৃত্বে বড়সড় সাফল্য । দিন কতক আগে ভাতার থানায় নতুন ওসি পদে নিযুক্ত হয়েছেন পঙ্কজ বাবু । তাঁর নেতৃত্বে ৪৬৯ পেটি ফেন্সিডিল সিরাপ আটক করে ভাতার থানার পুলিশ । গত বৃহস্পতিবার রাত্রে ভাতারের ছয় মাইলের কাছে একটি গোডাউনে এই ফেন্সিডিল সিরাপ খালি করবার উদ্দেশ্যে গাড়িটিকে নিয়ে আনা হয় । এই সময় ভাতার থানার পুলিশের টহলদারি গাড়ির নজরে আসে । গাড়িটির প্যাকিং দেওয়া ত্রিপল খুলতে দেখা যায় এই কান্ড । যদিও অপরাধীরা লরির ডালার সামনে অসংখ্য ধান চালের বস্তা দিয়ে আড়াল করে রেখেছিল । এই ঘটনায় ফেন্সিডিল সিরাপ সহ দুটি লরি ও একজন গাড়িতে থাকা ব্যক্তিকে আটক করা হয় । ভাতার থানার নব্য অফিসার ইনচার্জ পঙ্কজ নস্করের নেতৃত্বে উপস্থিত ছিলেন মেজবাবু সুভাষ পাল, ডিএসপি ক্রাইম শাসতি সেতা সামন্ত, এস আই বাণী শংকর মহাপাত্র, ডিআইবি মুস্তাক আলী সহ ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ।

Leave a Reply