ভাতারের আলিনগরে মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো দোয়ার মজলিস,
প্রধান অতিথি শওকত মাওলানা।
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হলো এই মেহেফিল।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলিনগরে ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হল দোয়ার মজলিস।
ভাতার এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই পবিত্র অনুষ্ঠানে।
দোয়ার শেষে প্রত্যেক অতিথিকে খাবার তুলে দেন মাদ্রাসা কমিটির সদস্যরা।
মাদ্রাসার সেক্রেটারি জয়নাল আবেদীন জানান,
এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই ধর্মীয় অনুষ্ঠানে।
সকলে দারুণভাবে সহযোগিতা করেছে।
মাদ্রাসার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।










