ভাতারের আলিনগরে জামিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের ২০২৫ সালের ব্লক কমিটি গঠন হলো।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলিনগর মাদ্রাসায় জমিয়তে ওলামায়ে হিন্দের ব্লক কমিটি গঠন হলো বৃহস্পতিবার।
প্রতি তিন বছর অন্তর সংগঠনের নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি চলে তারপরই ব্লক কমিটি গঠন হয়।
ভাতার ব্লকে নতুন সদস্য সংগ্রহ শেষ হয়েছে এরপর ব্লক কমিটি গঠন হলো। আগামী দিনে এই সংগঠন আরও মজবুত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা রহমতউল্লাহ চৌধুরী, এইচ এম নাসির উদ্দিন চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, মৌলানা আনোয়ার ।

এই কর্মসূচি থেকে মাওলানা রহমাতুল্লাহ সাহেব বার্তা দেন যে,
এই সংগঠন খুবই পুরাতন সংগঠন ।
শতাধিক বছর বয়স হয়ে গেল এই সংগঠনের।
দেশের স্বাধীনতা সংগ্রামে এই সংগঠন দারুন ভূমিকা গ্রহণ করেছিল।
তাই আপনারা সদস্য হয়ে সংগঠনকে আরো মজবুত করুন।
এই সংগঠনের অন্যতম সদস্য এইচএম নাসির উদ্দিন চৌধুরী জানান, প্রত্যেক ব্লকে আমরা ব্লক কমিটি গঠন করছি ভাতার ব্লক এ হলো।
সদস্যরা দারুন একটিভ রয়েছেন।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply