Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে তৃণমূল। রাজ্যের অন্যান্য জায়গায় পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকে ধারাবাহিকভাবে চলছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। এদিন ভাতাড় ব্লকের এরুয়ার, মাহাতা ,সাহেবগঞ্জ ১ ও ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিলের আয়োজন করা হয়। ভাতাড়ের দেবপুর হইতে বামুনিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার পথ পদযাত্রায় সামিল হন অসংখ্য তৃণমূল কর্মীরা। মহামিছিলে উপস্থিত ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতাড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ ,রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মধ্যক্ষ শান্তনু কোনার, ব্লক যুব সভাপতি অমিত হুই, সহ-সভাপতি জুলফিকার আলী সহ হাজার হাজার তৃণমূল কর্মীরা। তবে এই মিছিলে মহিলাদের যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। রাস্তার মোড়ে মোড়ে আদিবাসী নৃত্য ও ফুল ছুঁড়ে মহামিছিলে হাঁটা তৃণমূল কর্মীদের অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি কন্যাশ্রীর মেয়েরা বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে ফুলের মালা পড়িয়ে সম্বর্ধনা জানান। দীর্ঘ ৮ কিলোমিটার পদযাত্রার পর ভাতাড়ের বামুনিয়া মোরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ঝাঁঝালো প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্ব। বিধায়ক বলেন, যতদিন পর্যন্ত না কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বাংলাকে ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *