ভবিষ্যতের আইনি নেতৃত্বের প্রস্তুতিতে অ্যাডামাসে মুট কোর্ট
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস (এসওএলজে)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম অ্যাডামাস ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতা। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় নেতৃত্ব দেয় একেএস অ্যান্ড অ্যাসোসিয়েটস। অনুষ্ঠানের মুখ্য পরামর্শদাতা হিসেবে শুরু থেকেই প্রতিযোগীদের পাশে ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় এবং ভাইস-চ্যান্সেলর সুরঞ্জন দাস।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৩০টি দল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত কুমার নন্দী, অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ, হুগলি এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এসওএলজে-এর অধ্যাপক; শৌভিক রায়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এসওএলজে-এর অধ্যাপক ও অ্যাসোসিয়েট ডিন; ঈশিতা চ্যাটার্জি, অধ্যাপক, এসওএলজে এবং অন্যান্যরা।
বাছাই হওয়া দুই সেরা দল পৌঁছে যায় মূল পর্বে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগিতার সেরা বক্তা এবং সেরা গবেষক-এর হাতে।