গোপাল দেবনাথ :

গান ভালোবাসেন না এই রকম মানুষ খুঁজে পাওয়া বিরল বলা যেতে পারে। এই সঙ্গীত হলো যে কোনো প্রচারের অন্যতম মাধ্যম। এই সঙ্গীত যদি মানুষের মন ছুঁয়ে যায় তাহলে গীতিকার ও শিল্পীর আনন্দের শেষ থাকে না। একটা সময় আমাদের দেশ যখন পরাধীন ছিল সেই সময় স্বদেশীরা সঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষ কে একত্রিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। এই সময় কালেও সরকার সাধারণ মানুষ কে সতর্ক করার জন্য সঙ্গীতের ব্যবহার করে থাকেন। এমন কি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার এই সংগীত বা গান। আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাইভোল্টেজ উপনির্বাচনের কথা মাথায় রেখে গীতিকার ও সংগীতশিল্পী জুনেইদ খান একটি অসাধারণ গান লিখেছেন এবং নিজেই সেই গান গেয়ে জনগণের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। প্রিয় দিদির একনিষ্ঠ ভক্ত এই শিল্পী এমন কথা ও সুর দিয়ে গান টি পরিবেশন করেছেন যাতে সকলেই দিদি কে ভোট দেন। শিল্পী জুনেইদ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের জন্য একটি সুন্দর গান রচনা করে মাতিয়ে দিয়েছেন। এই অসাধারণ দুটি গান শ্রোতারা কেবল শুনবেন তাই নয় সাথে গানটি দেখতেও পাবেন। গত ২৪ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে ‘জয় বাংলা এলবাম’ “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে” সাংবাদিক সম্মেলনে এই ভিডিও এলবাম দুটি প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভাশীষ চক্রবর্তী। এ ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী জুনেইদ খান, শেখ শাজাহান, আসিফ খান, সাজাদ ভাই, হাসান আলী, সাজিদ খান, পাপ্পু লস্কর সহ বিশিষ্টজন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিল্পী উপস্থিত সকলকে গান দুটি গেয়ে শোনান।

Leave a Reply