সাধন মন্ডল,
ভগড়া সর্বজনীন দুর্গোৎসব এবার দ্বিতীয় বচ্ছরে পদার্পণ করল এ বছর পুজোর উদ্বোধন করেন বিশ্ব প্রেমিক সংঘ কেলাতি আশ্রমের অধ্যক্ষ স্বামী রাঘবানন্দজী মহারাজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি তথা জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক কৌশিক চ্যাটার্জী সহ বিশিষ্ট মানুষজন। পুজো উদ্বোধনে প্রদীপ প্রজ্জলন করেন স্বামী রাঘবানন্দজী মহারাজ সাথে হাত মেলান উপস্থিত অতিথিবৃন্দ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তন্দ্রা মন্ডল স্তোত্রপাঠ করেন শিক্ষক সব্যসাচী মন্ডল। কংসাবতী নদীর তীরে এই ভগড়া গ্রাম অবস্থিত এখানে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। কৃষি নির্ভর এই গ্রামে গত বৎসর থেকে শুরু হয়েছে দুর্গা পুজো এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা থাকায় এই পুজোর শুরু করা হয়েছে বলে ভগড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি জগবন্ধু মাহাতোজানালেন। তিনি আরো বলেন এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এই পুজো করা সম্ভব হচ্ছে। পুজো উদ্বোধন করে মহারাজ জি সকলের কাছে শ্রীরামকৃষ্ণ, মা সারদা, ও বিবেকানন্দের নীতি ও আদর্শের কথা তুলে ধরেন তিনি বিশ্বশান্তির কথা বলেন। এবং পুজোর দিনগুলি সহ সমস্ত দিন আনন্দে ও শান্তিতে থাকার আহ্বান জানাই।