Spread the love

বড়দিনে স্বমহিমায় ফিরলো বিধান শিশু উদ্যান 

মোল্লা জসিমউদ্দিন, গোপাল দেবনাথ,


দীর্ঘদিন পরে কলকাতার বিধান শিশু উদ‍্যান ফিরলো  আবার স্বমহিমায়।প্রাকৃতিক দুর্যোগ আম্ফানে বিধান শিশু উদ‍্যান প্রায় বিদ্ধস্ত হয়েছিল । তার ওপর দেড় বছরেরও বেশী লকডাউনের জন‍্য খেলাধুলা থেকে সবকিছুই বন্ধ ছিল এখানে । সাধারণ দর্শনার্থী থেকে বিধান শিশু উদ্যান এর  সভ‍্য সভ‍্যা এবং তাদের অভিভাবক অভিভাবকরা  ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে বিধান শিশু উদ‍্যানে আসতে পারেন নি। এরফলে প্রায় বিধান শিশু উদ‍্যান হয়ে উঠেছিল জনমানব শুন্য।  হাতে গোনা কয়েকজন নিয়মিত এসেও সামগ্রিকভাবে বিধান শিশু উদ‍্যানের সম্পত্তি সম্পূর্ণভাবে রক্ষা করতে পারিনি বলে জানা গেছে । মানিকতলা থানার পক্ষ থেকে সহযোগিতা  মিলেছিল । যে কারনে বিধান শিশু উদ‍্যানের সবকিছু চুরির হাত থেকে রক্ষা পেয়েছিল।তারপর করোনা পরিস্থিতির উন্নতির ফলে বিধান বিধান শিশু উদ‍্যানের সংস্কারের কাজ চলে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এবং আম্ফানের জন‍্য বিধান শিশু উদ‍্যানের যে ক্ষতি হয়েছে তার সংস্কারের জন‍্য প্রয়োজনীয় অর্থ ছিল না কর্তপক্ষের কাছে।বিধান শিশু উদ্যান এর কমিটির তরফ থেকে শুভানুধ‍্যয়ীদের কাছে আর্থিক ঋণের আবেদন করা হয়েছিল। অভিভাবক অভিভাবিকাসহ বিভিন্ন মানুষের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে  তা ভাষায় প্রকাশ করা যায়না বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যান এর সম্পাদক গৌতম তালুকদার। প্রায় চার লক্ষ টাকা সংগৃহিত হয়েছিল বলে জানা গেছে ।বিধান শিশু উদ‍্যানের প্রাণপুরুষ, অতুল‍্য ঘোষের স্বপ্নের এই বাগানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং স্বমহিমায় এগিয়ে যাবে।  আজ বড়দিন। প্রতি বছর এই দিনটিতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসেন বিধান শিশু উদ‍্যানে। এবছরও অগণিত  মানুষ এসেছিলেন। যদিও অন‍্যান‍্য বছরের মতো এবছর বিধান শিশু উদ‍্যানের চেহারা ঝাচকচকে ছিলো না। তবে আগত অতিথিরা সবকিছু মেনে নিয়ে সারাদিন আনন্দে দিনটি কাটিয়ে গেলেন।   আট থেকে আশি সবাই বড়দিনের আনন্দে কাটালো এই বিধান শিশু উদ্যান চত্বরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *