ব্ল্যাকমেল করে টাকা নিতেন শুভেন্দু, সারদা কর্তা,

মুকুল বিশ্বাস ,  

শুক্রবার বিধাননগর আদালতে এক মামলার শুনানি সেরে জেলে যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এর আগে শুভেন্দু অধিকারী ( বিরোধী দলনেতা)র বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে চিঠি দিয়েছিলেন। বিধাননগর এমপি-এমএলএ আদালতে এসে সেই অভিযোগ ফের করলেন চিটফান্ড দুর্নীতিতে ধৃত সারদা কর্তা সুদীপ্ত সেন । এদিন  আদালত থেকে বেরোনোর পথে অভিযোগ করেন বলেন , -‘ শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন।

তাঁকে ব্ল্যাকমেল করতেন’। এই অভিযোগ নিয়ে শুভেন্দু এখনও  কোন মন্তব্য করেন নি। জানা গেছে, জয়ন্ত বেরা নামে সারদার এক এজেন্ট সাঁতরাগাছি থানায় সারদা সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন-সহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। ওই মামলার শুনানিতে শুক্রবার  বিধাননগরে এমপি-এমএলএ আদালতে এসেছিলেন  সুদীপ্ত সেন। সেখানে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁর লেখা চিঠি নিয়ে প্রশ্ন করেন। তখন তিনি বলেন, -‘ দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নামে বলেছেন । শুভেন্দু তাঁর কাছ থেকে অনেক টাকাই নিয়েছেন । সমস্ত তথ্য চিঠিতে দিয়েছি’। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে শুভেন্দু অধিকারীর ডাকেই গিয়েছিলেন বলে দাবি করেন সুদীপ্ত। সারদা কর্তার দাবি, একটা জমির বিষয় এবং সারদার একটি প্রকল্প অনুমোদনের বিষয় ছিল’। শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ করেন ধৃত সারদা কর্তা।একধাপ এগিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন – সারদা কেলেংকারী প্রকাশ্যে আসার পর, রাজ্য ছাড়ার আগে শুভেন্দু কে দেখা করেছিলেন সারদা কর্তা ‘।

Leave a Reply