ব্লেড

নার্গিস পারভীন

নিঃসন্দেহে ও সজ্ঞানে তুমি একটা অস্ত্র!
সে স্বীকৃতি তোমাকে দিয়েছে–
তোমার দেশ-জাতি-কাল;

তোমার মুখে লেপ্টেও দিয়েছে চাকচিক্যের ইস্পাত;
তুমি ধারালো, ভীষণ ধারালো–
শ্বাসনালী বা হাত-পায়ের শিরায়
মৃদু আঁচড় দিলেই
রক্তের ফিনকি ছোটাতে পারো,
এ কাজটা তোমার আয়ত্তে;

ভুলেও কুঠার বলবো না তোমাকে,
কারণ, তুমি নখ চুল দাড়ি কাটাতেই
যথেষ্ট এবং উৎকৃষ্ট!

তোমার জন্ম কিন্তু অরাজকতার মহীরুহ কাটাতে নয়,
বরং, তোমাকে ভেঙে
দু’টুকরো বা তারও বেশি করে
মিশিয়ে দেওয়া যায় নিরন্নের ভাতের থালায়,
কিংবা প্রতিবাদী কন্ঠের ঠিক জিহ্বা বরাবর!

তারপর,
ছুঁড়ে ফেলে সংখ্যার ডাস্টবিনে
আর একটা ব্লেডের মোড়ক খোলা,

তুমি চির মজ্জাগত ব্লেড,
অস্ত্র আইনে নিষিদ্ধও নও,
শুধু কুঠার বলতে বা ভাবতে,
নিয়মে আর ব্যবহারে তুমি নিষিদ্ধ!!

Leave a Reply