খায়রুল আনাম,
বীরভূম : এই মুহূর্তে পাওয়া খবরে জানা যাচ্ছে, তারাপীঠে পুজো দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। হলদিয়া থেকে একটি গাড়িতে ৫ জন আসছিলেন তারাপীঠ মন্দিরে পুজো দিতে। গাড়িটি সিউড়ীর মিনি স্টিল প্ল্যান্টের কাছে আসার সময়ই উল্টোদিক থেকে আসা দ্রুত গতির একটি গাড়ী ওই গাড়ীটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারলে গাড়ীটি রাস্তার পাশে উল্টে পড়ে। স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগিয়ে তাদের উদ্ধার করেন। পাওয়া যায় ২ টি মৃতদেহ। বাকী তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সিউড়ী হাসপাতালে।