খায়রুল আনাম,

এতদিন ভোট- রাজনীতির ময়দানে যে লড়াইটা ছিলো দলের অন্য প্রার্থীকে জিতিয়ে আনার জন্য, এবার সেই লড়াইটা নিজে জেতার জন্য। ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে এবারই প্রথম নিজে জেতার জন্য ভোট-ময়দানে নেমেছেন বীরভূমের নানুরের রাজনৈতিক ব্যক্তিত্ব পাপুড়ী গ্রামের শহীদ পরিবারের ফাইজুল হক। সবার কাছে যিনি শেখ কাজল নামেই পরিচিত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগ্রহেই শেখ কাজল এবার নানুর থেকে বীরভূম জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হয়তো জয়ী হতে পারতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু সে পথ পরিহার করে জিততে চাইছেন ব্যালট-লড়াইয়ে। এখানেই প্রকাশ পাচ্ছে তার স্বাতন্ত্র্যতা। আর তাই তিনি অনায়াসেই বলতে পারেন, ভোটে প্রথম প্রার্থী। তাই জয়টা লড়াইয়ের মধ্যে দিয়েই আসুক

Leave a Reply