ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,

 শনিবার সকাল ৯ টা নাগাদ ডানকুনির এক ব্যাটারি কারখানায় আগুন লাগে। ৩ টি দমকলের ইঞ্জিন আসে।ঘন্টা খানেকের চেস্টায় আগুন নেভে।কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানা টি।ডানকুনিতে দিল্লি রোডের ধারে স্টার ব্যাটারি কারখানায় এদিন সকাল ৯টা নাগাদ আগুন লাগে । কারখানার কয়েকজন কর্মীর নজরে আসে বিষয়টি ৷ তাঁরাই দমকলে খবর দেন । খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন । প্রথমে ডানকুনি থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছায় ।

Leave a Reply