ব্যাংকশাল আদালতে ট্রাফিক গার্ড নিয়ে ‘ই -কোর্ট’

বৈদূর্য ঘোষাল (আইনজীবী- কলকাতা হাইকোর্ট)

পুলিশের অফিস কিংবা আদালতে গাড়ির আর্থিক জরিমানা দিতে গেলে নুন্যতম দিনের এক বেলা থেকে দু বেলা সময় কেটে যায়।এবার মহানগরবাসীর আর এই ঝামেলা থাকবেনা। কলকাতায় নিম্ন আদালতগুলির  মধ্যে  গত বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে চালু হয়েছে।

শহরের চারটি ট্র্যাফিক গার্ডকে নিয়ে  ‘ই-কোর্ট’ । পরবর্তীতে শিয়ালদহ আদালত ও আলিপুর আদালতে চালু হবে।ব্যাংকশাল আদালতে  ট্র্যাফিক গার্ডগুলি হল – হেড কোয়ার্টার্স, জোড়াবাগান, সাউথ এবং হাওড়া ব্রিজ। আজ থেকে ট্র্যাফিক মামলা সংক্রান্ত ওই ভার্চুয়াল আদালতেই  নিস্পত্তি হবে বলে জানা গেছে ।ট্র্যাফিকের বিভিন্ন মামলার জরিমানা এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে জমা দিতে পারবেন ট্র্যাফিক আইনভঙ্গকারী। ই-চালান থেকে আইনভঙ্গকারীর কাছে জরিমানা সংক্রান্ত একটি লিঙ্ক যাবে। সেটিতে ক্লিক করলেই জরিমানা এবং আদালতের বিস্তারিত তথ্য জানা যাবে। তাতে ভার্চুয়াল আদালতের  লিঙ্কও থাকবে। শুনানির দিন এবং  কিভাবে জরিমানা দেওয়া যাবে, সে সব কিছুর উল্লেখ থাকবে সেখানে।এবার থেকে আইনভঙ্গকারীর ‘ডিজিলকার’ বা ‘এমপরিবহণ’ অ্যাপে থাকা ডিজিটাল নথি  সংক্রান্ত শংসাপত্র বাজেয়াপ্তও করতে পারবে পুলিশ বলে জানা গেছে । আরও জানা গেছে, ব্যাংকশাল আদালতের পর পরবর্তীক্ষেত্রে  শিয়ালদহ এবং আলিপুর আদালতেও ওই ভার্চুয়াল কোর্ট চালু হবে। অন্য রাজ্যেও ট্রাফিক আইন লঙ্ঘন করে এলে এরাজ্য থেকেই ই-চালানের মাধ্যমে জরিমানা দেওয়া যাবে। তাতে সশরীর পুলিশের দপ্তর কিংবা আদালতে গিয়ে জরিমানা দেওয়াতে ‘সময়’ থেকে বাঁচবেন জরিমানা প্রদানকারীরা।করোনা ভাইরাস আবহে ‘ই-কোর্ট’ যথাযথ বলে জানিয়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস। 

Leave a Reply