শুভ ঘোষ।

গত ৯ ডিসেম্বর২০২২ কলকাতার স্টিফেন হাউস ও গ্লিন্ডার হাউস সহ আরো কিছু জায়গায়(HDFC BANK) এইচ.ডি.এফসি.ব্যাঙ্ক সহযোগিতায় লাইফ কেয়ার ও লায়ন্স ক্লাবের যৌথ প্রচেষ্টায় ১৫তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। (HDFC BANK) এইচডিএফসি ব্যাংকে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। এইচ.ডি.এফ.সি ব্যাংকের ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন(RBI) কোলকাতা আর.বি.আই ব্যাংকের জেনারেল ম্যানেজার কৌশিক চক্রবর্তী মহাশয়, স্টিফেন হাউসের এইচ.ডি.এফ.সি ব্যাংকের জেনারেল ম্যানেজার নিশিত জোগমোহন, ব্যাংককর্মী শৈবাল রায় চৌধুরী, জয়ন্ত ব্যানার্জি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অপারেশন স্টেট হেড, গিলিন্ডার হাউসের এইচ.ডি.এফ.সি ব্যাংকের ম্যানেজার অরুপ ভট্টাচার্য আরো অনেক ব্যাংক কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply