খায়রুল আনাম,
বীরভূম : বোলপুর-শ্রীনিকেতন রোডে বাঁধগোড়া এলাকায় একটি বহুতল আবাসনের উপরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। দমকলবাহিনী কয়েকজনকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।