গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ ডিসেম্বর ২০২১। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার লেক ক্লাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল এর দশ বছর উদযাপন উপলক্ষে এই প্রথমবার এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়েছিল। এই দেশে যত সংখ্যক ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম এবং ঐতিহ্যবাহী বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল। এই সংস্থার কর্মকাণ্ড খুবই অল্প সময়ের মধ্যেই ক্ল্যাসিক্যাল ঘরানার শিল্পী সহ সাধারণ মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সন্দীপন বন্দোপাধ্যায়, সঞ্জয় মজুমদার, পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পন্ডিত তরুণ ভট্টাচার্য, পন্ডিত বিক্রম ঘোষ, উচ্চাঙ্গ সংগীতশিল্পী কৌশিকি চক্রবর্তী, পন্ডিত অভিজিৎ বন্দোপাধ্যায়, পন্ডিত সমর সাহা, এই অনুষ্ঠানের নিবেদক ত্রিপুরা ও বাংলার জনপ্রিয় স্বর্ণবিপনী শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষে সংস্থার কর্ণধার রূপক সাহা সহ বিশিষ্টজন। এই অনুষ্ঠান আয়োজিত হবে বেহালা ব্লাইন্ড স্কুলের (বরুন দা মঞ্চে) আগামী নতুন বছরের ৯-১২ জানুয়ারি পর্য্যন্ত। অনুষ্ঠানের আয়োজনে বেহালা সাংস্কৃতিক সম্মিলনী। সমগ্ৰ অনুষ্ঠানটি সদ্য প্রয়াত প্রখ্যাত তালবাদ্য শিল্পী পন্ডিত শুভঙ্কর ব্যানার্জী কে উৎসর্গ করা হয়েছে বলে জানালেন আয়োজক সংস্থার সন্দীপন বন্দোপাধ্যায়।