বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে ভাঙচুর করা হয় বোলপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। মৃতের পরিচয়ে জানা যায় ২৩ বছর বয়সী হেতমপুর কলেজের থার্ড ইয়ারের ছাত্র,ইলামবাজার থানার পাইকোনি গ্রামের ইমদাদুল হক।
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বুকে ব্যাথা জনিত কারণে স্থানীয় ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার অবনতির জন্য স্থানান্তরিত করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। আই সি ইউ এ সীট খালি না থাকায় রোগীকে ফিরিয়ে দেওয়া হয় এবং অন্য নার্সিংহোম বা হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেই অবস্থায় অসুস্থ যুবককে বোলপুরের অনন্যা নামক নার্সিংহোমে ভর্তি করেন। ভর্তি করার পর পেটে প্রচন্ড ব্যাথা এবং শ্বাসকষ্ট হতে থাকে। সেখানে চিকিৎসা চলাকালীনই ওই যুবকের মৃত্যু হয় মঙ্গলবার মধ্যরাতে বলে পরিবারের অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার উক্ত বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালায় রোগীর পরিবার পরিজনরা। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বোলপুর থানায় পুলিশ।

Leave a Reply