Spread the love

‘বেশি বাড়াবাড়ি করলে মামলা খারিজ করে দেব’ সিবিআই কে হাইকোর্ট 

পারিজাত মোল্লা

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে লালন সেখের রহস্য মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন শুনানি চলাকালীন সিবিআইয়ের সওয়ালে ক্ষুব্ধ হয়ে বিচারপতি জানান , -‘  বাড়াবাড়ি করলে মামলা খারিজ করে দেওয়া হবে’। লালন সেখের মৃত্যুর পর অভিযোগের চিঠি কে লিখে দিয়েছিল? সিবিআইয়ের পক্ষে এই প্রশ্ন তোলার পরই ‘ধমক’ খেতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের , এরপর কড়া মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত।  গত ১২ ডিসেম্বর লালন সেখের সিবিআই হেফাজতে  মৃত্যু রহস্য আরও ঘনীভূত হচ্ছে সিবিআইয়ের অবস্থানে। ইতিমধ্যেই  সিবিআইয়ের একটি মামলা  বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে  খারিজ হয়েছে। আর অন্য একটি মামলার স্থানান্তর চেয়ে আবেদন করা হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। এই নিয়ে সরকার পক্ষের আইনজীবী তীব্র প্রতিবাদ করেন। তবে সিবিআইয়ের আইনজীবী এদিন এজলাসে জানান , -‘ লালনের স্ত্রীর অভিযোগ রাত দু’টোয় লেখা হয়েছে।  রাত ১’টায়  লালনের স্ত্রী হাসপাতালে ছিলেন, এই ১ ঘন্টা সময়ের ব্যবধানে কী হয়েছে তা জানা গেলে রহস্যের জট খুলে যেতে পারে’।সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সরকারি আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, -‘ কেস ডাইরিতে তথ্য লেখাই আছে। তাহলে আবার আলাদা করে জানানোর প্রয়োজন কী? । এই মামলার পরবর্তী  শুনানি ৩১ জানুয়ারি। উল্লেখ্য, ইতিমধ্যেই লালন সেখের মৃত্যুর ঘটনায় চার অফিসারকে সাসপেন্ড করেছে সিবিআই। লালনের মৃত্যুর সময় কেন্দ্রীয় সংস্থার রামপুরহাটের অস্থায়ী শিবিরে কর্তব্যরত ছিলেন ওই চার অফিসার। তবে লালনকাণ্ডে নাম জড়ানো আরও এক সিবিআই কর্তার বিরুদ্ধে কোনও প্রমাণ খুঁজে পাওয়া যায়নি বলেই সিবিআই সূত্রে খবর।গত ১২ ডিসেম্বর বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন সেখের মৃত্যু হয়েছে সিবিআই  হেফাজতে। সেই মামলায় মঙ্গলবারের শুনানিতে কেন্দ্রীয় এজেন্সিকে কার্যত ধমক দিল হাইকোর্ট। সিবিআই একটি প্রশ্ন উত্থাপন করায় বিচারপতি জয় সেনগুপ্ত এদিন মন্তব্য করেন, ‘বেশি বাড়াবাড়ি করলে মামলা খারিজ করে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *