Spread the love

বেলেঘাটা রাসমণি বাগান কিশোর সংঘের পুজোয়  এবার থিম ‘পুরী’

মুকুল বিশ্বাস

পুরীর প্রতি বরাবরই আলাদা টান আপামর বাঙালির।  ইচ্ছে থাকলেও গত কয়েক বছর কোভিড এর জন্য  পুরী যেতে পারেনি বাংলাবাসী। এবার পুজোয় অবশ্য সেই স্বাদের কিছুটা পাওয়া যাবে কলকাতাতেই। বেলেঘাটা রাসমণি বাগান কিশোর সংঘে এবার পুজোর থিম পুরী। পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। চোখ ধাঁধানো আলোক সজ্জায় জমে উঠেছে কিশোর সংঘের পুজো। পুরীর মন্দির দেখতে বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা। পুজো উদ্যক্তারা জানাচ্ছেন, -” এবার তাদের পুজো ৭১ বছরে পা দিল”। প্রতিবারের মত এবারও তারা পুজোয় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করছেন। পুরীর প্রতি বাঙালির আবেগের কথা মাথায় রেখেই তারা এই থিম করেছেন এবার। মণ্ডপের উচ্চতা এবারের বিশেষ আকর্ষণ। ১১০ ফুট উচ্চতার মণ্ডপ নজর কেড়েছে সকলের। এছাড়াও মণ্ডপের ভিতরের আলোক সজ্জাও বেশ আকর্ষণীয় বলে দর্শনার্থীরা জানাচ্ছেন। 

পুজোর এক কর্মকর্তা গোপাল চৌধুরী জানান, -“প্রতি বছরই আমাদের মণ্ডপে সাধারণ মানুষের ঢল নামে। এবারও তাই। তবে কোভিডের কারণে যারা গত তিন বছর পুরী যেতে পারেননি তাদের কথা মাথায় রেখে এবার পুরী থিম করেছি আমরা। আপাতত বাঙালি শহরেই পুরীর আমেজ পাবে বলে মনে করছি আমরা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *