বেলেঘাটা পার্থসারথী মন্দিরে কৃষ্ণসাজো প্রতিযোগিতা

গোপাল দেবনাথ , 

 উত্তর কলকাতার বেলেঘাটা সরকার বাজারে শ্রী শ্রী ভগবান পার্থসারথী মন্দির কমিটির পরিচালনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছিল। প্রথমদিন রবিবার স্বাস্থ্য শিবির খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। পার্থসারথী মন্দির এই বছর এই বছর ৮০তম বর্ষে পদার্পন করলো।  সোমবার ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিশ্বের নানা প্রান্তে এই দিন জন্মাষ্টমী পালিত হচ্ছে মহাধুমধামের সাথে।মন্দিরে জন্মাষ্টমীর দিন সারাদিন ধরে চললো পূজার্চনা এবং বিকেলে আয়োজিত হলো কৃষ্ণ সাজা প্রতিযোগিতা। এই বছর কৃষ্ণসাজা প্রতিযোগিতা ৩৫ বছরে পদার্পন করলো। এদিন ৯ মাস বয়সি শিশু থেকে ১০ বছর বয়সি বালক বালিকাদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজিত হলো মন্দিরের পাশের স্টেজে। ৪০ জন প্রতিযোগীদের নিয়ে হাজির হয়েছিলেন তাদের অভিভাবকরা। ছোট শিশুদের সাজ পোশাক এবং এত সুন্দর ভাবে সাজানো হয়েছিল শিশুদের যা এক কথায় অনবদ্য। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত ঘোষ, দেবাশীষ মিত্র, বিমলেন্দু শেখর মুখার্জী, ক্ষিতি দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ কুমার চৌবে। মন্দির কমিটির সম্পাদক অরূপ চক্রবর্তী বলেন -“আমাদের কাছে সব শিশুই বিজয়ী। প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়া সকল প্রতিযোগীদের উপহার তুলে দিয়েছি।আমাদের কাছে শিশুর হাসি এবং তাদের অভিভাবকদের সহযোগিতা আগামীদিনে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে”। আজ অর্থাৎ মঙ্গলবার ২৬ আগস্ট সারাদিন ধরে চলবে পূজা কার্য্য সন্ধ্যে বেলায় মন্দির প্রাঙ্গনে বিশাল যজ্ঞের মাধ্যমে শেষ হবে আমাদের এই বাৎসরিক জন্মাষ্টমী উৎসব।

Leave a Reply