সাধন মন্ডল,

বেলিয়াতোড় এর তালান্দা মনসামঙ্গল ক্লাবের পরিচালনায় ও এস কে টি সি সহযোগিতায় স্বর্গীয় বিমলা ভঞ্জ আট দলীয় নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয়ে গেল তালান্দা ফুটবল মাঠে। এদিনের খেলাতে বড়জোড়া সৈকত একাদশ ১~০ গোলে বাঁকুড়ার কেশরা বজরং একাদশ ফুটবল টিমকে পরাজিত করে ফাইনাল খেলাতে পৌঁছে গেল। দুই দলে একাধিক বিদেশি খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। উদ্যোক্তা ক্লাবের পক্ষ থেকে বিধান ভঞ্জ জানান দুর্দান্ত খেলে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বড়জোড়া সৈকত একাদশের বিদেশি খেলোয়াড় প্যানিস। আমাদের এই রানিং ফুটবল প্রতিযোগিতায় যে দলগুলি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বেশ কিছু বিদেশী খেলোয়াড় রয়েছেন। যা এলাকার ক্রীড়া প্রেমিক মানুষের কাছে বড় আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।এই খেলা দেখতে এলাকার কয়েক হাজার ক্রীড়া প্রেমী মানুষ মাঠে হাজির হয়েছিলেন। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায় উদ্যোক্তা দের পক্ষ থেকে বিধান ভঞ্জ বলেন চূড়ান্ত পর্যায়ের খেলায় ১০ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী মাঠে হাজির হবেন। বলে তিনি মনে করেন।

Leave a Reply