বেলঘড়িয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় বিদেশি পাখির মেলা ও মাছের খেলার আয়োজন করা হয় ৷শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এই মেলাকে ঘিরে৷ক্লাবের সম্পাদক তথা
সমাজসেবী সন্দীপ দাস বলেন করোনার পরে এই ধরনের মেলা এত উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আগামী দিনে আরও কাজ করার প্রেরণা যোগাবে এবং প্রদর্শনীর টিকিটের মূল্যের অর্থ দিয়ে বৃদ্ধাশ্রম এর কাজ করা হবে ৷২৬ তারিখ পর্যন্ত এই মেলা চলবে ৷
তথ্য ও ছবি সুবল সাহা

Leave a Reply