Spread the love

বেনীআসহকলা

রুমা মন্ডল

শাড়ি পরতে ভালোবাসতো মেয়েটি, নানা রঙের শাড়ি পরতো মেয়েটি প্রতিদিন।

বেগুনী রঙের শাড়িতে অপরূপা হয়ে উঠতো মেয়েটি।

নীল রঙের শাড়িতে ময়ূরের মতো পেখম মেলতো সে।

আসমানী রঙ তার প্রিয় রঙ,.সেই রঙের মতোই স্বচ্ছ ছিল তার মন।

সবুজ রঙের শাড়িটি পরে সে হয়ে উঠতো সবুজ বনবীথি।

হলুদ রঙের শাড়িটি পরে সে বাসন্তিকা প্রেমের শিহরণ জাগাতো।

কমলা রঙের শাড়ি পরিহিতা মেয়েটিকে দেখলে গোধূলি বেলার প্রশান্তি অনুভূত হত।

সিঁদুরে লাল রঙের শাড়িতে তাকে দেবী প্রতিমার প্রতিমূর্তি স্বরূপ লাগতো।

একদিন কালো শাড়ি পরিহিতা মেয়েটিকে দেখে বিষাদের ছায়া টের পেলাম, দেখে মনে হল বেনীআসহকলা রামধনুর সাতটি রঙ তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশ।

শেষবার যখন মেয়েটি দেখা দিল সাদা রঙের কাপড়ে, সে নিজে যত্ন করে পরেনি তার শেষ যাত্রায় শায়িত দেহে ডাকা দেওয়া হয়েছে সাদা শাড়িটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *