Spread the love

বেগম রোকেয়া স্মরণসভা ফ্রন্টপেজ একাডেমিতে

রফিকুল হাসান: নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন ছিল ৯ ডিসেম্বর। এই দিনটিকে সামনে রেখে বেগম রোকেয়া সাখাওয়াত স্মরণ সভা অনুষ্ঠিত হলো ফ্রন্টপেজ একাডেমিতে। শনিবার ফ্রন্টপেজ একাডেমির সভাঘরের এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও সাবেক সাংসদ জনাব আহমদ হাসান ইমরান, অধ্যাপক ড. আমজাদ হোসেন, ফ্রন্টপেজ এডুকেশনাল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, শিক্ষানুরাগী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী সহ বিশিষ্টজনেরা।
নারী শিক্ষার অগ্রগতিতে বেগম রোকেয়ার বর্ণময় জীবন তুলে ধরে বক্তব্য রাখেন আহমদ হাসান ইমরান। ওপার বাংলার পাশাপাশি এ বাংলায়ও বর্তমানে বেগম রোকেয়াকে নিয়ে আলোচনা হচ্ছে। তাকে নিয়ে বহু লেখালিখি হয়েছে। তিনি একজন দক্ষ সমাজ সংগঠক ছিলেন। বেগম রোকেয়ার কথা বর্তমান প্রজন্মকে আরো জানাতে হবে বলে তিনি জানান। কলকাতায় বেগম রোকেয়া মিনার নির্মাণ করা হয়েছে। তাকে নিয়ে আরো চর্চার প্রয়োজন বলে মতামত প্রকাশ করেন। বেগম রোকেয়া একজন ধর্মপ্রাণ মহীয়সী নারী ছিলেন। তার জন্মদিনকে নারী শিক্ষা দিবস হিসাবে পালনের দাবি রাখেন তিনি।
অধ্যাপক ড. আমজাদ হোসেন দুঃখ প্রকাশ করে বলেন ওপার বাংলায় বেগম রোকেয়াকে চর্চা হলেও এ বাংলায় তেমন কিছু চোখে পড়ে নি। তবে বর্তমানে বেশ কিছু জায়গায় বেগম রোকেয়াকে নিয়ে ছোট করে হলেও চর্চা হচ্ছে। বেগম রোকেয়া নারী শিক্ষা আন্দোলনের পাশপাশি বহু বই লিখেছেন ইংরেজি ও বাংলাতে। তার বহু লেখা সে সময়ের পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। নারীদের স্বনির্ভরতার লক্ষ্যে তিনি একটি মহিলা সংগঠনও গড়ে তুলেছিলেন। তার অবদান আমাদের ঘরের মেয়েদেরকে জানিয়ে উদ্বুদ্ধ করতে হবে।
ফ্রন্টপেজ এডুকেশনাল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ছোট করে হলেও বেগম রোকেয়াকে নিয়ে একটা স্মরণ সভা আমরা করেছি। আগামীদিনে বেগম রোকেয়াকে নিয়ে আরো আলোচনা হোক বলে দাবি করেন তিনি। পাশাপাশি বহু মনীষীর কথা নতুন প্রজন্মকে জানাতে হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *