বেআইনী নির্মাণ ভাঙতে স্পেশাল  টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিনিধি, 

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে বেআইনী নির্মাণ সংক্রান্ত মামলা।বেআইনি বাড়ি ভাঙাতে কলকাতা পুরসভাকে সাহায্য করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে পুলিশকে নির্দেশ দিল হাইকোর্ট। বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ছে কলকাতা পুরসভা। সেই প্রবণতার মোকাবিলা করতে ও পুরসভাকে সহায়তা দিতে এবার কলকাতা পুলিশকে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবগননম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।গার্ডেনরিচ বাড়ি ভেঙে পড়া কাণ্ডের জেরে কলকাতা পৌরসভার রিপোর্ট দাখিল করে । পুরসভার রিপোর্ট অনুযায়ী, -‘সব বাড়িগুলিই বেআইনিভাবে নির্মিত। সেগুলি ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই বাড়িগুলিতে বেআইনিভাবে থেকে যাওয়া বাসিন্দাদের কারণে বাড়ি ভাঙা যাচ্ছে না। এমন যেসব বাড়ি আংশিকভাবে ভাঙা হয়েছিল, সেখানে নতুন করে নির্মাণ হয়েছে’। এই অবস্থায় বাড়িগুলি খালি করার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা জরুরী। ওই বাসিন্দাদের বাড়ি খালি করার জন্য সর্বাধিক ১৫ জুন পর্যন্ত সময় দেওয়া যাবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির  ডিভিশন বেঞ্চ।যদি কোনও বাসিন্দা ১৫ জুনের মধ্যে বাড়ি খালি করতে অস্বীকার করেন বা পুরসভার কাজে হস্তক্ষেপের চেষ্টা করেন, তাহলে পুলিশ প্রয়োজনীয় বলপ্রয়োগ করতে পারবে অথবা তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে পারবে। দ্বিতীয়ত বাড়ি ভাঙ্গায় যুক্ত পুরো কর্মীদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ বলে এমনই নির্দেশ আদালতের।এর জন্য কলকাতা পুলিশ বিশেষ টাক্স ফোর্স গঠন করবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে চলছিল মামলার শুনানি।সম্প্রতি গার্ডেনরিচে একটি বাড়ি ভেঙে মৃত্যু হয় বেশ কয়েকজনের। অভিযোগ ওঠে, ওই বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। এই মামলায় আগে প্রধান বিচারপতি পুরনিগমকে প্রশ্ন করেছেন, -‘কেন বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না? রাজনীতির অঙ্গুলিহেলনে প্রশাসন কাজ করছে কি না, এই প্রশ্নও উঠেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করা হয়েছে পুরনিগমের তরফ থেকে।

Leave a Reply