বেআইনি ডিসিআর বন্ধের দাবিতে সিপিআই(এম)’র ডাকে রামপুরহাটে বিক্ষোভ মিছিল ও মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম জেলার রামপুরহাট সিপিআইএম এর ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রামপুরহাট শহরের মধ্যে সোমবার । বেআইনিভাবে পাথরের গাড়ি থেকে টাকা আদায় করা হচ্ছে, মূলত এই অভিযোগে বিক্ষোভ মিছিল সহযোগে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য যে রামপুরহাটের বগটুই ও তৃণমূল জেলা সভাপতির জেল যাত্রার জেরে কিছুদিন বন্ধ থাকার পর ফের রামপুরহাট মহকুমা জুড়ে শুরু হয়েছে তথাকথিত ডিসিআর গেট বসিয়ে পাথরের গাড়ি থেকে মোটা টাকা আদায়ের কাজ।আদায় করা হচ্ছে প্রাইভেট এজেন্সির মাধ্যমে যা সম্পূর্ণ বেআইনি বলে সিপিআইএম এর দাবি। সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল প্রদর্শনের পর রামপুরহাট মহকুমা শাসকের কাছে তিন দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। তিনটি দাবি পেশ করা হয় যেমন, বেআইনি ডিসিআর এর নামে তোলাবাজি করে পাথর শিল্পকে ধ্বংস করা চলবে না । পাথর শিল্প ও শ্রমিক স্বার্থে বেআইনি ডিসিআর বন্ধ করতে হবে। সরকারিভাবে, আইন সম্মত ভাবে রাজস্ব আদায় করতে হবে। মহকুমা শাসকের নিকট সিপিআইএম নেতৃত্বের পক্ষে স্মারকলিপি তুলে দেন তাহির আনসারি, ওয়াজেদ আলী, আব্দুল আলিম সহ পাঁচ প্রতিনিধি।

Leave a Reply