বীরভূম জেলা শাসক হিসাবে পুনরায় দায়িত্বে এলেন বিধান রায়।
সেখ রিয়াজুদ্দিন , বীরভূম:- বীরভূম জেলাকে যিনি হাতের তালুর মতো চেনেন।যিনি ইতিপূর্বে জেলা শাসকের দায়িত্ব নেওয়ার আগে সরকারিভাবে অন্য পদে থেকেছেন। দীর্ঘদিন যাবৎ জেলার উন্নয়নে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছেন তিনি হলেন বিধান রায়। বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় সেখানে বীরভূমের জেলা শাসক হিসাবে বিধান রায় এর নাম ঘোষিত হয়। শুক্রবার বিকেলে সিউড়ির সার্কিট হাউসে এসে জেলা শাসকের দায়িত্বভার বুঝে নেন। উল্লেখ্য সদ্য লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি চালু হওয়ার কিছুদিন আগেই বীরভূম জেলা শাসকের পদ থেকে পূর্ব বর্ধমানের জেলা শাসক হিসেবে দায়িত্বভার দেয়া হয়। বীরভূম জেলা শাসকের জায়গায় দায়িত্বে আসেন পূর্নেন্দু মাজী। ইতিমধ্যে নির্বাচন কমিশন দায়িত্ব নিতেই পুর্নেন্দু মাজীকে সরিয়ে শশাঙ্ক শেঠীকে জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোট পর্ব সমাধান হতেই পুনরায় বীরভূম জেলা শাসকের পদে নিযুক্ত হলেন বিধান রায়।