খায়রুল আনাম,

পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে সিউড়িতে জেলা প্রশাসন ভবনে বীরভূমের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিধান রায়ের সঙ্গে দেখা করলেন বিজেপির একটি প্রতিনিধি দল। দলের জেলা সভাপতি ধ্রুব সাহা জেলাশাসকের কাছে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানান। জেলার কয়েকটি থানার ওসিরা শাসক দলের প্রতিনিধি হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। পরে ধ্রুব সাহা জানান, জেলাশাসক তাদের আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, ভোট অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট অবাধ ও সুষ্ঠুভাবে না হলে তারা আইনের দ্বারস্থ হবেন বলেও ধ্রুব সাহা জানিয়েছেন।

Leave a Reply